Prem Kore Mon Dila Na Song Singing by Baul Sukumar form Eagle Music Baul Video Song. This Song Music Composed By Neru. This Song Lyrics Written by Yeasin Hossain Neru & Javed. This This Song Music Label by Eagle Music.
![]() |
Prem Kore Mon Dila Na |
Prem Kore Mon Dila Na song Credits :
Song: Prem Kore Mon Dila na
Singer: Baul Sukumar
Lyrics: Yeasin Hossain Neru & Javed
Tune & Music: Neru
Music Label: Eagle Music
Prem Kore Mon Dila Na Video Song :
Prem Kore Mon Dila Na Lyrics In Bengali :
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
পুকুর ধারে হাঁটতে গেলে
তোমার কথা মনে পড়ে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না রে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না।
দিন ফুরালে সন্ধ্যা নামে
তোমার কথা মনে পড়ে,
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না রে।
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে
ব্যথার নদী বইয়া চলে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না রে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না।
চোখ বুজিলে তুমি আসো
মিছামিছি ভালোবাসো,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না রে,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না।
কারো, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মেলে না, মেলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মেলে না, মেলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
0 Comments