( ভালবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ) Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na Lyrics - Baul Sukumar

Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na Song Singing by Baul Sukumar form Eagle Music Baul Video Song. This Song Music Composed By Ankur Mahamud. This Song Lyrics Written by Pagol Bacchu. This  This Song Music Label by Eagle Music.
Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na
Valobasha Jay sokelke Biswas Kora jay na

Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na song Credits :

Song Title: Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na
Singer: Baul Sukumar
Lyrics & Tune: Pagol Bacchu
Music: Ankur Mahamud
Music Label: Eagle Music

Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na Video Song :




Valobasa Jay Sokolke Biswas Kora Jay Na Lyrics in Bengali :

ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

সূর্যের আলোয় ঝিলমিল করে
পথের বালুকণা,
তাই বলে কি পথের বালু
হয় কখনো সোনা।

স্বর্ণের দামে পথের বালু
কেউ তো কিনে নেয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

ফুলদানিতে রং মাখানো
সাজানো কাগজের ফুল,
মধু খাওয়ার আশা করলে
হবে তোমার মস্ত ভুল।

সেই ভুলতে প্রেমের সুবাস
বিকশিত হয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

গায়ের জোরে প্রেম চলে না
প্রেম করতে হয় মন দিয়া,
হাত বান্দিবি পা ও বান্দিবি
মন বান্দিবি কি দিয়া।

গায়ের জোরে প্রেম চলে না
প্রেম করতে হয় মন দিয়া,
হাত বান্দিবি পা ও বান্দিবি
মন বান্দিবি কি দিয়া।

বাচ্চু বলে মন ভাঙিলে
আর তো জোড়া রয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

বাচ্চু বলে মন ভাঙিলে
আর তো জোড়া রয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

মনের মতো মনের মানুষ
সকলই পায় না।
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।
Reactions

Post a Comment

0 Comments