(আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো) Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Lyrics
Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Credits :
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
কন্ঠ - নিশিতা বড়ুয়া
মূল শিল্পী - লতা মঙ্গেশকর
কথা - পুলক ব্যানার্জী
সুর - সুধীন দাশগুপ্ত
ছায়াছবি - শঙ্খবেলা
সাল - ১৯৬৬
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট - পার্থ বডুয়া
প্রোডাকশন - ফোর্টিনাইন ব্লু
এজেন্সি - ক্রিয়েটো
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব Video Song :
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব Lyrics In Bangla :
Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Credits :
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
কন্ঠ - নিশিতা বড়ুয়া
মূল শিল্পী - লতা মঙ্গেশকর
কথা - পুলক ব্যানার্জী
সুর - সুধীন দাশগুপ্ত
ছায়াছবি - শঙ্খবেলা
সাল - ১৯৬৬
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট - পার্থ বডুয়া
প্রোডাকশন - ফোর্টিনাইন ব্লু
এজেন্সি - ক্রিয়েটো
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব Video Song :
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব Lyrics In Bangla :
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা
ছিল কল্পনা জাল এই প্রানে বোনা
কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা
ছিল কল্পনা জাল এই প্রানে বোনা
তার অনুরাগের রাঙা তুলির ছোয়া
নাও বুলিয়ে নয়নপাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী রইবো পথে
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী রইবো পথে
তাই যা দেখি আজ সবই ভাল লাগে
এই নুতন গানের সুরে ছন্দ-রাগে
তাই যা দেখি আজ সবই ভাল লাগে
এই নুতন গানের সুরে ছন্দ-রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
0 Comments