(আমার একটা নদী ছিল) Amar Ekta Nodi Chilo Lyrics - Gaan Bangla TV

Amar Ekta Nodi Chilo Song Is Sung by PATHIK NABI from Gaan Bangla TV Video Song. This song Lyrics by Pothik Nobi. Music Label by GP Music.

Amar Ekta Nodi Chilo
Amar Ekta Nodi Chilo

Amar Ekta Nodi Chilo Song Credits :


Song : Amar Ekta Nodi Chilo
Singer : PATHIK NABI
Lyrics & Tune : Pothik Nobi
Music Label : Gaan Bangla TV

Amar Ekta Nodi Chilo Video Song : 




Amar Ekta Nodi Chilo Song Lyrics In Bengali  : 

নদীর জল ছিলনা ও.. হো নদী
নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধু ঢেউ,
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলো না তো কেউ।

আমার একটা নদী ছিলো
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলো না তো কেউ।

নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধুই ঢেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিলো
জানলো না তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।

সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে,
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে।

এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ,
এইখানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।

বাঁক ছিল তার শাখে শাখে হো, হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে,
বাঁক ছিলো তার শাখে শাখে হো, হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে,

বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা,
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ,

আমার একটা,
আমার একটা নদী ছিলো
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।

নদীর জল ছিলনা হো ও..
নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধু ঢেউ,
আমার একটা,

আমার একটা নদী ছিল
জানলো না তো কেউ,
এই খানে এক নদী ছিলো
জানলোনা তো কেউ।

Reactions

Post a Comment

0 Comments