Heart touching sad love story  - Sad Love Story in bengali

Bengali Sad Love Shayari

Love  Label : Love Story BD Plus

Bengali Sad Love Shayari Video :

Bengali Sad Love Shayari  Lyrics In Bnegali :

তোমাকে ভালোবাসি
বলেই ভয় পাই
কিন্তু তুমি ভাবো সন্দেহ করি ।

তোমাকে হারাতে
চাই না বলেই
তোমাকে সাথে রাগ করি।

যখন তুমি অন্য কারোর
সাথে থাকো,
তখন আমার খুব কষ্ট হয় ।

কিন্তু তুমি বোঝ না,
আমার খারাপ লাগাটা ।

দুজনের মাঝে কখনও
দূরত্ব আসবে,
আমি কখনও ভাবতে ও
পারি না ।

তোমাকে হারানো কথা
ভাবতে গেলেই,
নিজের অজান্তেই আমার
চোখের জল আসে ।

আমার ভালোবাসা
গুলোকে তোমার সব সময়
পাগলামো মনে হয় ।

হ্যাঁ আমি পাগল
তোমাকে ভালোবেসে আমি
পাগল ।

তোমার অবহেলা
গুলো
আমাকে খুব
বেশি কষ্ট দেয় ।

কাউকে বেশি ভালোবাসলে,
নিজের অজান্তেই তাকে
হারানোর
ভয়টা বেশি কাজ করে ।

তাই তোমাকে হারানোর
ভয়টা আমাকে
সব সময় তাড়া করে ।