(এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়) Ei Sundor Sharnali Shondhay Lyrics - Gita


Ei Sundor Sharnali Shondhay

Ei Sundor Sharnali Shondhay Credits :

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় (১৯৬০)
মূল শিল্পী - গীতা দত্ত
কথা - গৌরিপ্রসন্ন মজুমদার
সুর ও সঙ্গীত - অমল মুখার্জী
ছায়াছবি - হসপিটাল
প্রোডাকশন - ফোর্টিনাইন ব্লু
এজেন্সি - ক্রিয়েটো



Ei Sundor Sharnali Shondhay Video Song :


Ei Sundor Sharnali Shondhay Lyrics :

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিমা পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে,
বুঝি সেই সুরে আমারে বরালেত বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝদি তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝদি তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে,
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিমা পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।


Download Link : Mp3 Download

Download Link : Video Download