Harano Ami Song Is Sung by Raihan Akhand from  Metrical Band Song. This song Lyrics by Ehsanul Hoq Joy. Music Label by Metrical.


Harano Ami
Harano Ami

Harano Ami Song Credits :


Song : Harano Ami
Band : Metrical
Lyrics : Ehsanul Hoq Joy
Music Label : Metrical

Harano Ami Video Song : 




Harano Ami Song Lyrics In Bengali :

পারিনি ভুলে যেতে আমার
হারানো অতীত,
মুছে যাবেনা জমে থাকা
সব দুঃস্বহ স্মৃতি।
কি সময় ? কি নিয়তি ?
যেন সব মিশে একাকার,
অন্ধকারে ছুটে চলে হাহাকার।

হারানো আমি, নিজেকে খুঁজি
কোথায় পাবো আমার ঠিকানা বলো ?
নিজেকে চিনছি না।

আমি জানিনা এ কোন আমি
যাকে ভালবাসি ?
নাকি পথভ্রষ্ট হয়ে
অন্য পথের সাথী ?
কেন ভেবেছি আমি আলাদা ?
হবে সবকিছু তেমনি সহজ,
জীবনের মানে খুঁজতে চাই।

হারানো আমি, নিজেকে খুঁজি
কোথায় পাবো আমার ঠিকানা বলো ?
নিজেকে চিনছি না।