মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে কান্না Lyrics - Bengali Love Quotes - Valobashar Diary


মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে কান্না করা মানুষগুলোই জানে ভালোবাসার কষ্ট কি Bengali Love Quotes


Bengali Love Quotes
Bengali Love Quotes

Original Song Credits:


Song : Kaun Tujhe
Music : Amaal Mallik
Lyrics : Manoj Muntashir
Singer : Palak Muchhal
Music Label : T- Series

This Video Song Label by - ভালোবাসার Diary

This Bengali Quotes Video Song : 




মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে কান্না lyrics in Bengali : 

গায়ের রং কালো হলেও তাকে
ভালোবাসা যায়!
কিন্তু মনের রং কালো হলে
কখনোই
ভালোবাসা যায় না !

প্রতিটি মানুষ সুন্দর মন নিয়ে
এই পৃথিবীতে আসে......
কিন্ত পরিবেশ, পরিস্থিতি
এবং কিন্তু মানুষ
সেই সুন্দর মনগুলোকে
নষ্ট করে দেয়।

মনের কথাগুলো
যখন মনের মানুষকে হাজারবার
বলার পর......
সে কোন গুরুত্ব দেয় না !
মনটা তখন এক সময় কথা বলাই
বন্ধ করে দেয় ।

বাস্তবতা হলো ...
কেউ দোষ খোঁজে সংশোধন করে
দেওয়ার জন্য !
আবার কেউ দোষ খোঁজে আপমান
করার জন্য !

কাউকে হ্রেদয় থেকে
আপন করার পর,
তার থেকে দূরে থাকা
কত যে কষ্টের,
তা সবাই বুঝে না ।

বিশ্বাস একটা ভয়ংকর জিনিস !
যা দেখা যায় না ছোঁয়া ও যায় না ;
তবে এটা হারালে সবকিছুই
হারিয়ে যায়।

যখন তোকে খুব বেশি মনে পড়ে
তখন আমি আকাশ দেখি
আর ভাবি...
এক ছাদের নিচে না হোক কিন্তু এক
আকাশের নিচেই তো আছি আমার !!

মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে
ফুপিয়ে কান্না করে
মানুষগুলোই জানে,
ভালোবাসার কষ্ট কি ...

কষ্ট পাই...
যখন ফোনটা হাতে নিয়ে দেখি,
সারাদিনে একটা মেসেজ
বা ফোন আসেনি...
তোমার নাম্বার থেকে।

মানুষ সহজে রাগটা বুঝে নেয়...
কিন্তু রাগের অন্তরালে যে
ভালোবাসা লুকিয়ে থাকে,
সেটা কেউ বুঝতে চায় না ।

Bengali Love Quotes
Bengali Quotes

বেঁচে আছি তাই বলে এতো
অবহেলা করো ,
যেদিন থাকবো না সেদিন বুজবে
কতটা ভালবেসেছিলাম
তোমায় ।

Bengali Love Quotes
Bengali Quotes
Reactions

Post a Comment

0 Comments