তুমি যাকে যতবেশি গুরুত্ব দেবে, Lyrics - Love Quotes
Original Song Credits:
Song : Kaun Tujhe
Music : Amaal Mallik
Lyrics : Manoj Muntashir
Singer : Palak Muchhal
Music Label : T- Series
This Video Song Label by - ভালোবাসার Diary
Bengali Quotes Video Song :
তুমি যাকে যতবেশি গুরুত্ব দেবে Lyrics In bengali :
বাস্তবতা খুব কঠিন বলেই,
![]() |
Bengali Love Quotes |
Original Song Credits:
Song : Kaun Tujhe
Music : Amaal Mallik
Lyrics : Manoj Muntashir
Singer : Palak Muchhal
Music Label : T- Series
This Video Song Label by - ভালোবাসার Diary
Bengali Quotes Video Song :
তুমি যাকে যতবেশি গুরুত্ব দেবে Lyrics In bengali :
ভালোবাসা কখনও
শেষ হয় না......
কেবল শেষ হয়ে যায়
স্বপ্নগুলো!!
বাস্তবতা হলো ...
তুমি যাকে যতবেশি
গুরুত্ব দেবে,
সে তোমাকে ততবেশি
অবহেলা করবে।
মানুষ বড়ই অদ্ভুত !!
সারাজীবন ভালোবাসলেও
তা বুঝতে পারে না,
কিন্তু একদিন অবহেলা করলে
ঠিকই বুজতে পারে।
বাস্তবতা খুব কঠিন বলেই,
মনের মাঝে জমিয়ে রাখা
হাজারও স্বপ্নগুলো
নষ্ট হয়ে যায় খুব সহজে।
মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর
আবেগের মাঝে থাকে,
তখন মনে হয় জীবনটা অনেক
সহজ! আর যখন বাস্তবতার
মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায়
জীবন কতটা কঠিন !!
কাউকে একতরফা
ভালোবাসা যায়,
কিন্তু একতরফা সম্পর্ক
টিকিয়ে রাখা যায় না।
প্রয়োজনের তাগিদ ছাড়া
কেউ কাছে আসে না !
বন্ধু বলো আর বান্ধবি বলো ,
স্বার্থ ছাড়া
কেউ ভালোবাসে না।
সবাই আমার খারাপ
হওয়াটাই দেখলো...
খারাপ হওয়ার কারণটা
কেউ হওয়ার কারণটা
কেউ দেখলো না !!
নিজেকে বোঝাতে বোঝাতে,
আজ নিজেই
বড়ো ক্লান্ত হয়ে পরেছি।
আবহেলিত মনটা আজও
সেই আবহেলা করা
মানুষটাকেই চায়!
বড্ড বেশি বেহায়া এই
আবুজ মন।
খুব নিলজ্জ আমি
তাই তো শত অপমানের
পরেও
শুধু তাকেই ভালোবাসি !!
Releted Others Lyrics Quotes :
0 Comments