Bolo Tumi Ki Shukhi Song Singer by Arman Alif. Music Composed by And Bolo Tumi Ki Sukhi Lyrics In bengali Written by Nomon Nmn.
Song : Bolo Tumi Ki Shukhi (বলো তুমি কি সুখী)
Singer : Arman Alif
Lyric, Tune & Music : Nomon (nMn)
Language : Bangla
Label : Agniveena
Bolo Tumi Ki Shukhi Video Song :
Bolo Tumi Ki Shukhi Song Lyrics In Bengali :
কালো মেঘে ঢাকা
তোমার জলছবি,
অশ্রু দিয়ে আঁকা
তোমার ধূষর ছবি।
বলো তুমি কি সুখী ?
তবে কেন কান্নার আওয়াজ শুনি ..
বলো তুমি কি সুখী ?
তবে কেন কান্নার আওয়াজ শুনি ও..
ভাবিনি কখনো আমি
এভাবে চলে যাবে,
আমাকে নিঃসঙ্গ করে।
বুঝিনি কখনো আমি
এভাবে চলে যাবে,
আমাকে একাকী করে।
বলো তুমি কি সুখী ?
তবে কেন কান্নার আওয়াজ শুনি ..
বলো তুমি কি সুখী ?
তবে কেন কান্নার আওয়াজ শুনি ও..
ভাবোনি কখনো তুমি
আমাকে কোনদিনও,
জানিনা কি ভুল আর অভিমানে।
বলনি কখনো তুমি
আমাকে কোনদিনও,
বুঝিনা কি ভুল আর অপরাধে।
বলো তুমি কি সুখী ?
তবে কেন কান্নার আওয়াজ শুনি ..
বলো তুমি কি সুখী ?
তবে কেন কান্নার আওয়াজ শুনি ও..
কালো মেঘে ঢাকা
তোমার জলছবি,
অশ্রু দিয়ে আঁকা
তোমার ধূসর ছবি।
0 Comments