Dari Koma (দাড়ি কমা) Song  Singer Shiekh Sadi. Music Composed by Ahmmed Humayun , & Lyrics Written by Mehedi Hasan Limon. 


Song Credits :

Song : Dari Koma 
Starring : Keya Akter Payel,Hamza Khan Shayan
Singer : Shiekh Sadi
Lyric : Mehedi Hasan Limon
Music : Ahmmed Humayun


Dari Koma Video Song : 


Dari Koma Lyrics In Bengali  :


আমায় নিয়ে হাজার অভিযোগ
তোমার মনে জমা,
তোমায় ভালোবাসার জন্য
নেই কোনো দাড়ি কমা।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।

কত সময় বয়ে গেল ঘড়ির কাঁটা ধরে
অপেক্ষা বাড়ছে শুধু হাজার মুখের ভিড়ে।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।

জানি সবি ভুলে যাবে আমিও হবো পুরনো
ধূলো জমা তোমার স্মৃতি
যত্নে রাখি এখনো।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।