E Pothe Ami Je (এ পথে আমি যে) Song Lyrics, Rabindra sangeet


Song : E Pothe Ami Je (এ পথে আমি যে)

Singer : Subhamita Banerjee

Song Written by : Rabindranath Tagore

Poem & Narration : Srijato

All Guitars : Joy Sarkar

Label : Asha Audio


E Pothe Ami Je Video Song :


E Pothe Ami Je Song bengali Lyrics With Poem :

এ পথে আমি যে গেছি বার বার

ভুলিনি তো একদিনও,

আজ কি ঘুচিল চিহ্ন তাহার

উঠিল বনের তৃণ।


কথন :

আমি থামলাম হাত ভর্তি তোমার চিঠিরা

উড়ে যেতে চাইছে আজ

যেদিকে নিস্তার, শামিয়ানা

আকাঙ্ক্ষা বাতিল শব্দ।

জীবন ব্লেডের নীচে শিরা

শেষেরও তো শেষ আছে

শুধু তা সম্পত্তি অজানা।


গান :

তবু মনে মনে জানি, নাই ভয়

অনুকূল বায়ু সহসা যে বয়,

চিনিব তোমায় আসিবে সময়

তুমি যে আমায় চিন।।


কথন :

আজ যত বৃষ্টি হবে,

আজ যত মেঘ ডাকবে,

সব পুরোনো দিনের মত

ফিরে ফিরে আসবে বারেবারে,

বন্দরে জাহাজ ভিজছে,

একা ঘরে রেডিওর নব

একটু জল লেগে আছে

ফেলে দেওয়া চিঠির কিনারে।


গান :

এ পথে আমি যে গেছি বার বার

ভুলিনি তো একদিনও,

আজ কি ঘুচিল চিহ্ন তাহার

উঠিল বনের তৃণ।।


কথন :

আমার হ’ল না যাওয়া,

সঙ্গে যাওয়া হ’ল না আমার।

তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে

হাইওয়ে হারিয়ে গেছে

মেঘলা হয়ে সাত-রাস্তা পার

চিঠির কিনারাটুকু জেগে আছে

ফেলে দেওয়া জলে।


গান :

একেলা যেতাম যে প্রদীপ হাতে

নিবেছে তাহার শিখা,

তবু জানি মনে তারার

ভাষাতে ঠিকানা রয়েছে লিখা।


কথন :

ছিলাম থাকার মত

না-থাকার মতই থাকব না,

দুটো একটা রুমালের মন-খারাপ

নিভে যাওয়া মোম,

এক একটা ব্যালকনিতে

ইজিচেয়ারের দিনগোনা,

লোকে জানবে সোয়েটার

আমি জানবো ব্যথার পশম।


গান :

পথের ধারেতে ফুটিল যে ফুল

জানি জানি তারা ভেঙে দেবে ভুল,

গন্ধে তাদের গোপন মৃদুল

সঙ্কেত আছে লীন।


এ পথে আমি যে,

এ পথে আমি যে গেছি বার বার

ভুলিনি তো একদিনও,

আজ কি ঘুচিল চিহ্ন তাহার

উঠিল বনের তৃণ।


কথন :

আবার কখনও যদি দেখা হয়

অচেনা রাস্তায়,

থেমে দুটো কথা বলব

ফের চলে যাবো অন্যদিকে,

আজ তুমি সাবধানে যাও

মেঘেরা যেভাবে চলে যায়,

একটু তো হবেই বৃষ্টি শ্রাবণের বাইশ তারিখে।