Tumi Jeno Song Singer by Soumyadip Chakraborty from The Bong Studio Originals Song. Song Mix and Master by Dipesh Chakraborty. Music Composed by And Song Lyrics In Bengali Written by Soumyadip Chakraborty. This Song Music Label by The Bong Studio.


Song : Tumi Jeno
Singer : Soumyadip Chakraborty
Vocal, Music & Lyrics : Soumyadip Chakraborty
Music : Shubhodip Roy
Music Label : The Bong Studio

Tumi Jeno Song Video Song :

Tumi Jeno Song Lyrics In Bengali :

নিওনের আলো মেখে
উড়োচিঠিরা ভেসে যাক,
জানতে কি লুকিয়ে ছিলে
আমার ভেতরে হঠাৎ।


সাদা ক্যানভাসের রাত
চেনা শুভেচ্ছা নীলচে তারায়,
ছেড়া jeans এর ভেতর
খুচরো অভিমান জমায়।


হলুদ নীল ইচ্ছেরা ভিড় করে আসে
না বলা শব্দের রং বড্ড ছোঁয়াচে
আঁকছো কেমন করে, কার আন্দাজে
তবুও ....


তুমি জেনো,
ঠোঁটের কাছে আমার বাড়ি আছে
তুমি জেনো,
এলোচুলে হাওয়ারা তোমায় ছুঁয়ে গেছে
তুমি জেনো,
নন্দন-পার্কস্ট্রিটে কত গল্প রাখা আছে
তুমি জেনো,
ফিরতে হবে কোনোদিন আমার কাছে।


ছুঁয়ে ছুঁয়ে থাকা দুহাত ক্লান্ত অবসন্ন রাত
আবার কে মনে করছে ?
শব্দেরা ভাঙে নিঃশ্বাসে বেহায়া বাতাসে
কোন মায়া সে জড়াচ্ছে ?


ভুলে যাই সব, কোন জাদুবলে
ছুঁয়ে দেবে সে, খুব কান্না পেলে
আদরে ..
বুকের নীলচে জমাট
খোলা শব্দের প্রতিবাদ,


তারাদের মেহফিল সাজে
তুই আমি আর খোলা ছাদ।


হারিয়ে সে যাবে বুনোফুলের দেশে
নেমে আসে ভোরে আদরে আহ্লাদে,
দিনশেষে বিচ্ছেদে মেঘ করে আসে
তবুও ....
তুমি জেনো,
ঠোঁটের কাছে আমার বাড়ি আছে
তুমি জেনো,


এলোচুলে হাওয়ারা তোমায় ছুঁয়ে গেছে
তুমি জেনো,
নন্দন-পার্কস্ট্রিটে কত গল্প রাখা আছে
তুমি জেনো,
ফিরতে হবে কোনোদিন আমার কাছে।