Tumio Amake Cheno Song Singer by Shaoni Shome from The Bong Studio Originals Song. Music Composed by And Song Lyrics In Bengali Written by Pratik Kundu. Song Mix And Master by Goutam Debnath. This Song Music Label by The Bong Studio.
Song : Tumio Amake Cheno
Singer : Shaoni Shome
Music & Lyrics : Pratik Kundu
Label : The Bong Studio
Tumio Amake Cheno Video Song :
Tumio Amake Cheno Song Lyrics In Bengali :
রোদ ভাঙে বৃষ্টির পাহাড়
পথ পাচ্ছি না ফিরবার,
ঢেউ ভাঙ্গছে বুকে আবার
যন্ত্রনা ভালোবাসার।
তোমার জোনাকিরা জ্বলে নেভে আজ
দেখায় কোনো নতুন পথের খোঁজ ..
আবার মেলো ডানা
খুঁজে পেলে রঙ্গীন বাহানা,
শুধু জানিয়ে দিয়ো আমায়
তোমার ঠিকানা।
তুমিও আমাকে চেনো
আমার সেই অমিকে চেনো না,
তোমায়ও চিনেছি আমি
কত ভালো করে জানিনা।
এক হাজার বছর পরে
তুমি আসবে আমার দেহের মাঝে।
আবার আসবে সকাল
বাঁচবে প্রাণ খুলে,
আবার যাবে আমার কানে কানে বোলে
তোমার ঠিকানা, আমার অজানা।
হাজার বৃষ্টির ছোঁয়ায়
ভিজছে আমার উঠোন,
তোমার চিলেকোঠায় রাখা আমার মন।
লুকিয়ে ছিলে কোথাও যেন
আমি ডাকবো তোমায় আমার গানে।
ও হো হো সময় পেলে বলো
আমি তোমার হবো,
আমার সেই অমিকে পেলে
আমি তাকে বলে যাবো
তোমার ঠিকানা ..
0 Comments